পায় পা তুলে বসে থাকা, মানায় না ;
সামনেই আছে নরঘাতক ও  হায়না।
মনের দিকে ফিরেও ওরা তো চায়না,
দেখবে কি করে স্বচ্ছ জীবন আয়না!
কতকাল  হবে  অবুঝের মতো কান্না,
বদ্ধ ঘরেতে বসে আর থাকা যায় না।
মুক্তির পথ! দেখালো তো সেই হায়না
রক্ত  ছাড়া  যে পথ চলাকেই চায় না।