পাঁচমিশালি তরকারি আজ স্বাদে চূড়ান্তে,
গুনগত উৎকর্ষ বেশ তুচ্ছ তবুও, সীমান্তে
দিব্যি খাপ খেয়ে যাচ্ছে পরিবেশ লক্ষ্যে।
প্রয়োজনীয় সুতো তালমিলে পুরো সখ্যে।


কদর বাড়ছে পড়ে পাওয়া চৌদ্দ আনার,
ঘুঘুর খোঁজেও অনেক ভীড় ভারী মাথার,
বোধ চক্করে পড়ে দেখছি, অবাঞ্ছিত মেদ।
নিয়মমত কাজেতে ব্যস্ত, নেই কোন খেদ।


দুকূল হারিয়ে যারা গম্ভীর আলোচনা রত,
মানে 'বিনাযুদ্ধে না ছাড়িব' তেই নিয়মিত,
শুধু তাদের দিয়ে কোনোই পাচন হচ্ছেনা,
সুকৌশল অনাস্থায় বাদ! কেউ ভাবছে না।


নদীর পারে বাঁচতে গেলে শিকড়ের টানটা
গভীরতা খোঁজে, কে দেবে বোধে সম্মান?