.


            সময় চলে যায়,
            ইচ্ছে চলে যায়,
                    হামেশাই হয়।
যদি,   সময় রয়ে যায়,
          ইচ্ছেটা চলে যায়,
                     হতাশ হৃদয়।


           সময় চলে যায়,
           ইচ্ছে রয়ে যায়,
                   অঘটন তায় !
কিন্তু,   সময় রয়ে যায়,
          ইচ্ছেও রয়ে যায়,
                  সঠিক পন্থায়।


           সময় ধ্রুবক নয়,
           ইচ্ছের চলতে হয়,
                  সময়কে মেপে।
যাতে,  ইচ্ছের আনাগোনা,
           সত্ত্বার বিকাশে না
               পোড়ে অনুতাপে।