তোমাদের ছোড়া পাথরে আমরা
                     মরেছি অনেকবার,
তোমাদের ঘৃণা কুড়িয়ে আমরা
                      লাঞ্ছিত বারে বার।।


অনেক মেরেছো এবারে তাই
                        নেমেছি পথে,
পথের মাঝেই মিলতে যে চাই
                         সবার সাথে।


তুলতে হবে এ কেতন আবার -
তোমাদের সব করে ছারখার,
নব প্রভাতের  এ শুভ লগনে
এটাই কেবল শপথ আমার।
বলতে পার কি সইবো কেন এ
                  লাঞ্ছনা বার বার?


এক হয়ে আজ তুলে
          নাও হাতিয়ার,
খুলে ফেল সব কারা
          প্রাচীরের দ্বার।


এসো বন্ধুরা তুলি আজ ধিক্কার
কাঁধে কাঁধ রেখে মুছবো অন্ধকার,
ধ্বজাকে মলিন করব না আর
জগতের মাঝে রাখি এ অঙ্গীকার।
নিজের লড়াই লড়তে শিখেছি
                 কেন লাঞ্ছনা আর?