জীবনের গল্পগুলো নিজের হাতে ঘেঁটেঘুঁটে
অনেক কাঁচি চালানোর পর একসাথে
নিপুন করেই জুড়েছিলাম
তুমি কোন পাত্তাই দিলে না...


বহুত আগাছা ছেঁটেছুঁটে তৈ‌রি বাগানে
বুননের খানিকটা কারচুপি মিশিয়ে
কোথাও হাতি কোথাও ঘোড়া
কোথাও বা কাল্পনিক জ্যামিতির বাহার...


যাই বলো, বেশ পরিপাটি করেই কিন্তু এঁকেছিলাম
তবুও তুমি বাহবাই দিলে না
তাকালেও না তোমার দৃষ্টি ঘুরিয়ে
শুধু মাপলে সবটাকেই জলের আয়নায়....