যেতে যেতে একলা পথে  নিবিড় বেদনে,
তেপান্তরে  মন পড়ে  রয়  পলক  নয়নে!
যেদিন পূজেছি  মূর্তি  ওই বাইশে শ্রাবণে,
তেতারায় সুর বেঁধেছিলেম অধীর মননে।
এসো উদাস, সোহাগটুকু দাও না ছড়িয়ে,
কতকাল আর ব্যকুল হব,প্রাণ না ভরিয়ে,
লাগছে হৃদে কাঁটার ব্যথা উথাল এ মনে।
পথচলা আজ বিষমই দায় তোমা বিহনে,
থেমে যায় যে সকল চমক বিজন নয়নে।

*************************
বাইশে শ্রাবণের উদ্দেশ্যে লেখা বিনম্র এই
শ্রদ্ধাঞ্জলিটি  অ্যাক্রস্টিক  ফরম্যাটেই আছে।
অর্থাৎ  কবিতার  শিরোনাম পঙ্‌ক্তির প্রথম
অক্ষর দিয়ে গঠিত।