পাতা ঝরে গেল এই হেমন্তেই। 
নিঁখুত চরিত্রলিপিরা 
ছিলো যার কলমের ধারে,
সময় মেনেই যেন তিনি -
টুপ করে আসনতলের মাটির পরে।


হাজার মানু‌ষ গড়ার বাজিকর যত,
সময় বুঝেই বুঝি চলে যায়। 
চাঁদ তাকে আলোর পথ দেখায়,
তারা এসে দলভারী করে,
ছেড়ে দেয় সসম্মানে তাদের সিংহাসন।


শুধু ওই শেষবেলার শিউলিগুলো,
শিশিরচোখে একনজরে কিছু সময় দেখে ,
তারই কোলে আশ্রয় খোঁজে। 
ওরাও বোঝে,
তার কলমে হতেও পারে ওরা নতুন পারিজাত।


রচনা কাল : রাত ১১ টা,
৮ ই নভেম্বর, ২০১৯। 
পানিহাটি বাসভবন। 


** প্রয়াত সাহিত্যিক নবনীতা দেবসেনকে
জানাই আমার শ্রদ্ধাঞ্জলি। সুশান্ত মিত্র।