দিনগুলো যখনই সময়কে হার মানিয়ে
দু এক কদম এগিয়ে থাকে,
তখনই এক বিভ্রান্তিকর পরিস্থিতি
আমাকে ঘিরে নৃত্যের তালে তালে...


আমার বিবশ দৃষ্টি ব্যঙ্গ করে,
পাহাড় পেরিয়ে যতসুখ অপর পারে,
নদী পাড়ের স্থিতিশীল চিত্রকলাগুলো,
কখনোই এপারে দেখতে পাই না তো...


এক বায়বীয় কল্পকাহিনী ,
আমার হৃদয় কুড়ে কুড়ে তছনছ করে,
হতবাক হয়ে আমি দেখে যাই,
পাতায় পাতায় ছড়ানো অতীতের আস্ফালন ...