জীবন  আছে বলেই মিলেমিশে  থাকা,
কদম  ফেলার মাঝে  কিছু কিছু ফাঁকা।
সামলে চলতে  গিয়ে পিছু  হটতে চাই,
ভাবনা চেপে  ধরে কিছু  পাতা ওল্টাই।


সুখের  দিনে  ছিলে দুখেও পাশাপাশি,
চারহাত  একসাথে নেই তো  গড়িমসি।
শীত সকালে আসা নরম আলোর ছায়া,
প্রভাত ফেরির মাঝে মন মিছিলে মায়া।


এমনিভাবে পথের  হরেক  নতুন  দাবি,
সাগর পথেই নদী  খুঁজতে  থাকে চাবি।
জীর্ণ   বস্ত্র   ছেড়ে  বসন  পাল্টে  নেয়,
বন্ধন যায়  টুটে  একা  পথ পাড়ি দেয়।