সকাল হলো           সূয্যি এলো
          তবু ঘুমেই অচেতন,
রোদের দুপুর          কষ্টে উপুড়
       ঘাড় গুঁজে ওই মহারণ।


সন্ধ্যে বেলায়        চন্দ্র হেলায়
        তুচ্ছ মায়ায় স্বপ্নদল,
আঁধার রাতে     তাকাই প্রাতে
         কর্ম ব্যস্ত হীনবল।


শুধুই চলন           কালক্ষেপণ
     অনেক হলো আপন পর,
রাত বা দিনে        কেবল ঋণে
     এবার চলো নিজের ঘর।