এক) দোলার বাসর


               ফাগুন,
         পলাশ দোলায়,
      আগুন জ্বালিয়ে যায়,
মনের কোনো গভীর কোণায়!
               দ্বিগুন,
   গতিতে চাঁদনী সাড়া দেয়,
       পূর্ণিমা চমকে যায়,
            বলে, 'নাহয়
               জাগুন।'


দুই) কুঙ্কুম চর্চিত


           আবার,
         যদি এসে,
    উদাস বাউল বেশে,
হোলির ফাগ কুন্তলে মেশে-
          সবার!
জানবে সেও খেলাতো নয়,
     মনের নাগাল কয়-
        ওই পরিচয়
           পাবার।