এক) কাঞ্চনমালা


              ইন্দু,
         এক ঝলকে
     কাঞ্চন মালা থে‌কে,
জোছনা রাত চাদরে ঢাকে।
             সিন্ধু!
  তুমি সকল নিয়ম ভেঙে
      হিমাদ্রির ওই টঙে,
          রঙ বেরঙে
             বন্ধু।


দুই) আঁধি


                
             আঁধি,
  নিকষ কালো মরুর ঝড়ে
        বৃষ্টি বুঝি ধরে!
          ভেবে মরে
             যদি ;
      দোষটা কোথায়?
     জলতো সবাই চায়,
মরুর বুকেই আসুক নাহয়-
             নদী।