লাল সূর্য ধুসর হলে
হারাবেই কৈশোর,
তবুও ভাবি ঘাস সকালে
আধো ঘুমের ঘোর!


নদীর বুকে সাঁতরে যায়
কাজল কালো ছবি,
বিগত দিনে খুঁজতে চায়
বহু দরদী দাবি।


আজ পুরোনো সোনালী দিন
ছেড়ে যাবার পালা,
একটু পরে চাঁদ রঙিন
গাঁথবে তারা মালা,


চলেই যাব কে আর থাকে
তবু ভোরের পাতা,
খুঁজো আমায় কিশোর দাগে
থাকলে কোনো কথা।