অবশেষে একদিন অন্ধকারকে দূরে রেখে
নব আলোর পথে পদক্ষেপ, দেখে দেখে!
শিকলে বাঁধার মতো লোকের অভাব নেই
পঞ্চশরের আগ্রাসনও আদিম কাল হতেই।
যার ফলে নিতান্ত অজান্তেই....


একঝাঁক বুনো হাঁসে ঝলমলে ওই আকাশ
দশকে হানাহানি দেখে যায় বাউল-উদাস!
সেদিক থে‌কে দৃষ্টি, বেশ স্বচ্ছতায় অবশ্যই
ছলনা জাল টুকরো টুকরো হয়ে অনিত্যেই।
মেদ ঝরা শীতল বরফেই....


থমকে দাঁড়ায় অজানা এক মন, প্রতীক্ষায়
কিন্তু ততক্ষণে পৌঁছে যায় শেষের বেলায়!
গুমোটে জমাট অন্ধকারের পথ খোলা নেই
তাই আজ নিশ্চিন্তে ও আলোর পদক্ষেপই।
দোর খোলা অকাল বন্ধনেই....