এক) পচা ভাদ্দর


            ভাদ্রে,
        ঝিরঝির বৃষ্টির  
     কপটতা নেই স্থির
   ঘামে, গরমে সব অধীর-
            আর্দ্রে,
   রোদে পুড়ে জলে ভিজে
       গা বাঁচাতে নিজে
          মরে লাজে,
            ভদ্রে।


দুই) সে আসছে


          আকাশ!
        তুলোয় ঢাকা
    নীলের মাঝে ফাঁকা
চলতি বছর পুজোর দেখা!
          বাতাস,
কাশের বনে সাদার খুশি
     শিউলি রাশি রাশি
         একটু বসি
           উদাস।