এক) যাত্রী


            ছন্দে
         যাত্রী কত
      ট্রেনে শত শত
রাত গেলে আলাপন রত
            দ্বন্দ্বে
  তবু ষ্টেশন যদি আসে
    থাকে নাকো পাশে
         নেমে হাসে
            নন্দে।


দুই)


           শোনো
একদিন যবে চলে যাবে
     কায়া পড়ে রবে
          মূর্তি হবে
            জেনো
         মায়া ছাড়া
     ত্যজিতে এ ধরা
  শুদ্ধাত্মা নয় দিশা হারা
           মেনো।