যুদ্ধ ছিলো মহাকাব্যে
যুদ্ধ ছিলো ট্রয়ে,
যুদ্ধে ছিলো রামায়ণেও
মহাভারত ক্ষয়ে।


যুদ্ধে জয়ী নিজের মতো
যুক্তি খাড়া করে,
হিরোশিমায় বোমা ফাটে
কেবল অহংকারে।


জাপান যখন নাজেহাল
চুক্তি মানতে রাজি,
তবুও যুক্তি! ধংস ছাড়া
জেতা যায়না বাজী।


যারা হারে মান বিচারে
নিপীড়িত হবেই,
জয়ী মাথার অহংকার তো
জ্যোতির শোভা পাবেই।


অথচ ভাবো - যুদ্ধে যারা
হারাচ্ছে আজ প্রাণ,
এরা কি সব গিনিপিগের
নামাঙ্কিত জান?


মানবতা! দূরের থেকেই
যদিবা আছড়ায়,
অহংকারী সম্রাটের
থোড়াই আসে যায়।