সকাল বিকেল  দুয়েই  সূর্য লাল,
মাঝখানে রয় ইহকাল, পরকাল।
ভৈরবী  বা  তুলসীতলায়   নজর,
দিনগত  যত  পাপক্ষয়ের  খবর।  


প্রস্তুতি নেই!অপ্রস্তুত,আর কে বা?
শিবজ্ঞানে নেই তো জীবের সেবা!
নজরদারের  কবর কিংবা শ্মশান,
মহাকালের হিসাবেতে হয় সমান।