কাঁদছি মোরা কাঁদছি কেন
পাচ্ছে কান্না কাঁদছি তাই,
কান্নার তো ট্যাক্স লাগে না
পয়সা ছাড়া কাঁদতে চাই।


দূর দূরান্তে কতই খেলা
চলছে যে দিন রাত্তিরে,
ভাবছি বলেই পাচ্ছে কান্না
কাঁদছি তাই তো সুর করে।


কাঁদার জন্য লোক ভাড়া হয়
রুদালি তাকে সকলে কয়,
আমরা তো ভাই ফিরিতে কাঁদছি 
তবুও কেন নিন্দা হয়?


মরছে মানুষ হচ্ছে ফানুস
উড়ছে জীবন তার 'পরে,
গভীর কান্না লুকিয়ে আছে
তাই কান্নাই আছি ধরে।


কাঁদছি মোরা কাঁদছি কেন
বলবো কারে লোক কোথায়?
তুমিও জান আমিও জানি
বিশ্বে কারা যে ত্রাস ছড়ায়।


ঘরকন্না ছেড়েই বসে
কাঁদছি সবাই প্রাণ ভরে,
এ কান্নার শেষ বুঝি নাই 
যতক্ষন না প্রাণ ওড়ে।