নাট্যমঞ্চের নটরাজ বলেই
পদক্ষেপ গুনে গুনে কাছাকা‌ছি
বাক বাঁধা নাট্যকারের কথামালার গোপনে
তবুও কেন প্রেমের ঢলাঢলি...


তুলোর আকাশে এবারেও
হঠাতই মন দেয়ানেয়া সেই ঢাকের কাঠিতে
হারিয়ে যাওয়া কাশ বিছানো বন-অন্তরালে
না চেনা দুটি কুসুমকলির একান্তে দোলা...


ওরা কেউ জানতোই না
খেলাঘরের খেলায় ওদের নাম ওঠে নি
বেলা গড়িয়ে হেমবন্তী পাতার কান্না
বসন্ত ওদের জন্যে নয়, শিশিরে সমাপ্তি...