আমার ঘর বা মনের ঘর কি এক?
সময় তো হলো পরখ করেই দেখ!
কথায়  চিঁড়ে  ভিজবে না তো আর,
জলের  ধারে  বসা খুবই  দরকার।


এমনি জানি, জলের তো নেই রঙ,
তাও  গভীরেতে  শীতলতার  ঢঙ।
এদিক   ওদিক   ঘাঁটলেই   বুদ্বুদ,
বলতেই পারো মূলধন  পরে সুদ।


অশ্রুধারায় দুচোখ  ভিজলে  ওই,
দেখবে এমন  সজ্জনও আর কই?
আঁখির  পাতায়   বিশাল  সমুদ্দুর,
ভাবনাদল   মেটে   রঙে  ভরপুর।


ডালেতে আজ পাতা খসার পালা,
চোখের  জল ভর্তি  অনেক জ্বালা।
কেউ  আসে  না সময়  সংকুলান,
যাবার জন্যে তাইতো এতই টান।


কথার মালা পাথর  চাপাই থাক,
কথার  বাণী  ধূলোয় মুছে যাক।
কথার  কলি  বুকেই  সুখে  রও,
কথার কথায়  কিছু উজবুক হও।