তোমার মনে বাঁচার জন্য
মনের যেটুক আশা ছিলো,
তোমার নিঠুর মনের মাঝে
ভুল সে আশার মৃত্যু হলো।
মৃত আশার লাশের প্রতি
আমার কোন লোভ নেই,
আমার কোন ক্ষোভ নেই।


ভেবেছিলেম সবুজ মনে
সুখী হবো তোমায় এনে,
এখন বুঝি  ভুল করেছি
আমার মাঝে তোমায় টেনে।
হতাশ হয়ে যে বাঁচতে হবে
এমন তো আর মন নেই,
আমার কোন ক্ষোভ নেই।


সন্ধ্যা রাতে মনের সাথে
মিলে যখন তোমায় দেখি,
দেখার শেষে আজকে বুঝি ;
আলেয়া দেখা সবটা ফাঁকি।
নতুন তারে বাঁধবো কারে?
বাঁধার মত সে চোখ নেই,
আমার কোন ক্ষোভ নেই।