শৈশবে মন পায় না গড়ন
নরম গাছের বাকল।
চাপ লাগলে যায় তা দলে
সইতে পারে না ধকল।


পড়ার বোঝা চাপলে সোজা
হবার সাধ্য রয় না,
চোখ ফেটে জল করে টলমল
বাক্যি মুখের সয় না।


তাই গুরুজন এই নিবেদন
খেলার ছলে শেখান,
সবুজ সাথে নতুন পথে
গড়ুন শক্ত সোপান।