শেষের লাজবস্ত্র রেখে দিয়ে তবে
চিতাভস্ম রেখে যেতে হবে
ভেবে দেখো আগমনের রেশ
একই ছিলো বেশ
উদয়ের পথে যে সূর্য লাল
অস্তেও কিন্তু হয়না কিছুই বেসামাল...

মাঝের কটাদিন কতই না ঘনঘটা
সাজ সজ্জা রূপের ছটা
সৃষ্টির যন্ত্র‌ হয়ে নিত্যনতুন কাজ
কপালে বিড়াম্বনার ভাজ
বুঝেও বুঝিনা চাওয়া পাওয়ার খেলা
যন্ত্রী হয়ে কেটে যায় বেলা...

আবারও পথের মাঝে দুদণ্ড মিতালী
ইচ্ছেমতো সুখ-অসুখ ঢালি
শেষে এলে অস্তরবির বেলা, অবহেলা
কাঁধের ওপরে থে‌কে পথচলা
কোথায় জীবন, কোথায় মরণ
হরিধ্বনিই আমার শরণ...