তিল তিল করে জমানো সব আশাই,
আজও সিন্দুকে তালাচাবি বন্দী।
নিয়তির এ কেমন ছলাকলা খেলা?


অযত্নে লেখা কবিতার নানা কথা
মুহুর্তে পুড়ে ছাই। শুধু যন্ত্রনাই
পোড়া গন্ধ ছড়াচ্ছে! ভোলা যায়না।


পতঙ্গের আকাশে পাড়ির সময় ;
প্রশ্ন ওই অনন্তের সীমানায় ,
কেন খোলা বাতাসে খেলাঘরের তালা?