রাত গভীরতায় বাড়লে পরে
শুয়ে শুয়েই কলমের উসখুস
স্বপ্নীল পর্দা চাপা, সময়ান্তে।


সুচারু শব্দ  বিন্যাসের কোন
ছাড়পত্র নেই,কাগুজে পাখির
ডানা ঝাপটানো,শব্দের স্রষ্টা।


রাত-ঠাণ্ডা বাড়ে শিউলি গন্ধে,
ভালোবাসার গূঢ়শব্দে আনন্দ
বয়ে আনে,তবু উদ্দেশ্যবিহীন।


লেখার  মতো  অনেক কিছুই
হয়ে ওঠেনা,একাকী শূন্যঘরে
শুধু চলে হাওয়ার দাপাদাপি।