কাকে রাখি কার ফাঁকি!
চলছিলো করোনা,
উমপুনে হাঁকাহাঁকি,
"বদলাও রসনা!"


বিষফোঁড়া গোদে হলে,
সামলাবে কিভাবে?
কাউকেই না বললে,
কেউ তো রেগে যাবে?


দূরত্ব দূরে থাক,
বাঁচলে উমপুনে!
পরিণাম পুড়ে খাক,
দয়াল তাও জানে।


ভুলে গিয়ে দূরত্ব
এখন একঘরে।
করোনার হাতে সত্ত্ব
রেখেছি বাজি ধরে।


** আমফান ঝড়ের প্রকৃত
উচ্চারণ উমপুন বা আকাশ।