একদিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে - হায়!
লোকটি পার্কে গভীর এক ঘুমে ডুবে যায়।


নগরী বুকে উড়তি লোক ঘুরতেই থাকে,
আস্তে আস্তে চারিপাশ ভীড়েতে ঢাকে...


টুংটাং করে পয়সা ছোড়ার শব্দও ভাসে,
মরার পর যদি হয়তো বা কাজে আসে!


টাকাও যে পড়েনি তা নয়, ভালোই জুটছে,
তবে লোকের অভাব নেই, যারা তা ধরছে!


এরা কিন্তু কেউ ওই পার্কেতে ঘুমোয় না,
ব্যবসা রকমফেরে কেউ কিছু কম যায়না।