এক) ধরণী লুকায়


জটিল জীবন হতাশার আলোড়নে,
মাটি খোঁজে ধরা ফল্গু আকর্ষণে।


দুই) তদন্ত চলছে


বিচার চলে! আবহমান কাল,
নিস্পত্তি? নেহাতই বেসামাল।


তিন) হায় মানবতা


কান্নাতো সামলে নেব টাকাকড়ি ছড়িয়ে,
ভালবাসা দেবো না তবু মনকোণ ভরিয়ে।


চার) প্রেমেই মুক্তি


প্রেম বিনে আর পাব কই ভবপার?
লালন বলেন 'মুক্ত সেই পারাবার!'


পাঁচ) কেমনে যাই


বিদায় লগনে ভেবে দেখি মনে
গাঁথা ছিলো প্রেম কত না গহীনে।


ছয়) ছন্দবীণা


পরমানন্দে বাজে যা ছন্দে,
কাজ কি দ্বন্দ্বে? মনের ধন্দে!