অসীম এই জীবনপথের পরিক্রমাগুলোয়
ভীষণভাবেই মিল, তবুও আলাদা ;
দৈনন্দিন ঘামঝরা কাজের প্রতিনিয়ত  প্রবাহ
নানান রঙিন সুতোর টানে, তবু একসুরে বাঁধা।
এখানে ওখানে ছড়ানো ছেটানো গপ্পোগুলো
সুজনমাঝির থে‌কে দূরে, তবুও কল্পনা ;
লালনের তো ঘাটেই বাউল প্রকৃতি মেলে
যেন থরে থরে বেজেছে মনের কঙ্কনা।
এদের সবাই ক্ষেত্রবিশেষে কুশীলব নাটকের
কান্না হাসির অনিয়মিত দোলদোলানো লেখা ;
তারাই উপপাদ্য বা প্রতিপাদ্য এ কবিতার
নিত্যনতুন পুরোনোকেই ঝালিয়ে দেখা।


বিশ্বরূপের নেই তো কোনই শেষ,
কবিতা চিরনুতন তাই নিয়ে পুরাতনী বেশ।