পুকুর পারে কনক চাঁপা
বড্ড পিছল ঘাট,
দামাল ছেলে সাঁতার কাটে
চ'ষে সবুজ মাঠ।


চানটা সেরে গাঁয়ের বধু
ছুটবে বাড়ীর ধার,
কলের বাঁশি বাজলে দেরি
সইবে না তো তার।


পুকুর জলে কাগজ তরী
একটু গিয়েই ঝুপ্,
মনটা ভার চোখেতে জল
এক্কেবারেই চুপ্।


চুপসে গেছে মাঠ বা তরী
কোথায় বা সে কল?
চলছে এখন দোকান বাজার
হচ্ছে মস্ত 'মল'।


*****************
চষে > খেলাধুলা করে
তার > বধুটির স্বামীর