বড় রাস্তার কাছেই ছিলো খেলার মাঠটি,
সরু মেঠোগন্ধের পথ সেখানে পৌঁছে গেছে,
জরাজীর্ণ ঘরে রাখা দুটি মাটির কলসি,
খেলাশেষে ওখানেই মিলতো পিপাসার জল...


কাঁচা রাস্তা জুড়ে এখন পীচঢালা উন্নয়ন ,
দুটি পানের দোকান,বেশ রেষারেষিতে...
মাঠে ঘাস অনেক বেড়েছে, দুয়ো রানী যেন!
এবারের সরকারি অনুদানে পাকাপোক্ত ছাদ...


পথে চলতে গিয়ে পিঠের বোঝায় ক্লান্ত ছেলেটার -
একটু আড়চোখে দৃষ্টি চলে যায়, কখ‌নোবা...
জনা তিরিশের বল কাড়ার ভালবাসা আজ,
দশ রথীতেই তুষ্ট, তাও মেরেকেটে মাঝে মধ্যে...


ছেলেটার সহিস এখন চাকর, নব নিযুক্ত!
মনিবের ধামাধরা লোকটাও জেনে গেছে ,
কি করে মালিকের নজর কাড়া যায়, পারদর্শী ...
"বাবুকে কিন্তু বলে দেব, এখনো খেলায় মন"


ও খোঁজে বকশিশ। আর পিঠে ব্যাগ ছেলেটা ...