আজ সকালে ভোরের আলায়
ঘুমন্ত মন বলে,
তরীতে বসে ছবির দোলায়
ভাসব নদীর জলে।


কাজটি বড়ই ব্যকুলতায়
অশ্রুজলে রাঙা,
তোমার ছবির চঞ্চলতায়
দেখছি মনটা ভাঙা।


নদীর জলের বওয়া স্রোতে
কেমনে পাব কূল?
হয়তো কোথাও বিগত রাতে
হয়েছে কোনো ভুল!