গাছগাছালি কুসুমকলি,
খুঁজছে এখন কানাগলি।
কাঁটার ঢল আজ সম্বল,
নয়ন জল বেশ টলমল।


পড়ছে চোখে নেই তো রোখ,
তরল শোকে গরল লোক।
হাওয়ার বেগে ছোটার রোগে,
ছুটছে জেগে সুখের ভোগে।


প্রভাব গোনে কোমল মনে,
নিছক কোণে চরম ক্ষণে।
হালের কথা বলতে গিয়ে,
তর্কে বৃথা যায় জড়িয়ে।


জীবন কামাল বেশ দুরন্ত ,
প্রেমে দামাল  কই  বসন্ত?
পড়ছে প্রভাব সুর স্বভাবে,
আলোর অভাব মন্দই ভাবে।


গাছের ধড় আজ সাহারা,
আপন কবর দেয় পাহারা।
আপন রাজে নিজের গড়া,
পাঁকের মাঝে থুবড়ে পড়া!