হাসির আসরে রোজই দেখি
কৃত্রিম হাসির আওয়াজ
প্রচলিত গোপন ক্যাসেটে,
আমরা কি হাসতেই ভুলে যাচ্ছি?


ভাঙ্গা কাঁচের রঙিন টুকরোগুলো
অভ্যেসের আঙ্গুল দিয়ে
দিব্যিই চটজলদি তুলে ফেলি অনায়াসে,
কঠিন হলেও কাজটা নিয়ে ভাবি না!


গভীর রাতে স্বপ্ন ছুঁয়ে শুয়ে থাকি একাকী
নির্ঘুম রাত কাটে চোখের জলে;
ভোরের আলো তবু কিছুই বোঝে না,
নট্টমঞ্চে আমরাই কুশীলব!


এভাবেই জিইয়ে রাখা শ্বাসপ্রশ্বাসের আড়ালে  
আমাদের দৈনন্দিন বেঁচে থাকা
জীবনবোধ অভিধানের পাতা খুঁজে খুঁজে,
কতটুকুই বা তার আর নজরেতে আসে?