লকডাউন না উঠতে উঠতে হঠাতই উমপুন এলো,
এককথায় তছনছ করে দিলো সব হিসেব,
ভয়ার্ত মানুষেরা পরিস্কার জানিয়ে দিলো,
"আগে তো ঝড়ের থে‌কে বাঁচি,
পারস্পরিক দুরত্বের কথা পরে ভাবা যাবে"।
যদিও নেহাতই একটা বিপরীত প্রতিক্রিয়া,
তবু একদম খাঁটি মাটির কথাই বটে।


আবহমান কাল ধরেই রাতদিন,
মানুষের লক্ষ্য একটাই, একটু নিবিড়  ছায়া...
ওরা সবাই জানতো করোনার স্বরূপ,
মারণ রোগ যে যাবার নয় তা জেনেও-
একটু একটু করেই যেন সাহস সঞ্চয়!
একদিন তো এটাই দরকার হবে,
ঝড় এসে কাজটা যেন এক পা এগিয়ে রাখলো।


মনের দূরত্ব সবটাই হাওয়ায় উড়ে গেলো,
একটাই নিম্নচাপের চাপে সব লণ্ডভণ্ড করে দিলো।
যদিও জানি, এখনো বহুকাল পাশাপাশি থেকেও-
সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে!
তবুও কিছুটা লাভের হদিশ খুঁজে পেলাম,
মনের আর নিজের দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে,
বোধহয় একটা লাগাম টানা গেল।