পথ বলে না পথিক কত
দৈনিক পথহারা,
পথিক তবু প্রশ্ন করে
জানতে ধ্রুবতারা।


কৃষ্ণচূড়ায় বসন্ত মন
যখন পড়ে বাঁধা,
প্রেমজোয়ারে বাঁধ মানেনা
হারিয়ে যায় রাধা।


ওপর থে‌কে সুতোর টানে
চলে পুতুল খেলা,
এটাই নাকি ললিত কলা
দেখে যা এই বেলা।


এমনিভাবে পথের গানেই
পথ যে নজর ছাড়া,
কেউ জানেনা শেষটা কোথায়
লাগাম কেমন ধারা?