এই ভাঙ্গা চশমার কাঁচেও
একদিন অতীত যন্ত্র‌ণাগুলো
স্বপ্নজালে ছুটে বেড়াতো...


পাথর ঘেমে যে ঝরনার সৃ‌ষ্টি
মাটির ছোঁয়া পেলে সেও
দুকূল ছাপিয়ে উন্মাদ প্রায়।


সেই ঝাপসা কাঁচের মধ্য দিয়েও
আগামী কালের ইতিহাস খুঁজেছি
সযত্নে। প্রতিপালিত মনোমন্দিরে...


মাটি ছুঁয়ে নদী হওয়া ঝরনা
চে‌য়েছিলো আশ্রয়, পায়নি...
বালুচরে সব স্বপ্ন লোনা জলে।