এখন রোজ রোজ টেবিল চাপড়ে
কেউ আর কৃতজ্ঞতার জমিন মাপে না,
ডিলিট করে দেয় মেমরি।
ইতিহাসের পাতাগুলো ছেঁড়াখোঁড়া
সেই লতানে গাছেদের মতোই...


হঠাৎ আলোর ঝলকানিতে,
প্রাচীনতম অন্ধকারের অবস্থান বুঝি
ভুলেই যেতে বসেছে।
একদিন গলিপথে মুক্তির আলো দেখেছিল-
মনেও পড়ে না;
আর এই সুযোগেই দূরত্ব গভীরে...


একসময় মানবতা পুরু লেন্সেও ধরা দেয় না,
তবুও আমরা বাঁচি!
আমি বা আমার মতোই কিছু পাগল লোক,
ইতিহাসের টুকরো টাকরা পাতাগুলোকে
সংগ্রহ করেই চলেছি,
বুনো লতা কেটেকুটে সাফ হয়ে গেলেও
বৃক্ষ রয়েই যায়...