টলমলো পায়েই  হাঁটতাম একদিন,
সাহায্যে হাত ধরবার লোক ছিলো।
আনমনে হেঁটে পথ এগোনোর পালা,
ভয় কাকে বলে! জানতাম না কিছুই ...


এবারে সময় এলো ছাতাটি ধরবার,
এভাবে চলবে কিছুকাল গতি নিয়ে।
শেষে ছোট ছাতা ছিঁড়ে পুরানো হবে,
হয়তোবা ঝড়ে কখ‌নো উল্টে যাবে...


মোহের জীবনে শুধু আমি কেন্দ্রিক,
হাতেধরা আছে মধু পরশের ভুবন,
চারিদিকে দেখি সেই কলাবতী মন,
ঘুম ভেঙে একী! এ নতুন হাতকড়া...


বাঁধন যাত্রা নয় পরের পাতায় খুঁজো  ...