মানবতা


ঐ-
দেখো,
হয়তোবা,
ভোরে রাগে,
প্রাণেরা জেগে,
ক্ষতি মনে রাখবে,
ক্ষতগুলোকে ঢাকবে,
দিন তো নিশ্চয়ই আসবে,
মানুষ আবার ভালোবাসবে,
গঙ্গাজল চিতার ধোঁয়া নেভাবে,
সেখানে সাজানো ধর্মগ্রন্থ থাকবে,
ভালোবাসার জোয়ারে মানুষ ভাসবে।


বি.দ্র.
আমার প্রিয় কবি স্বপন বিশ্বাসের "স্বপ্ন"
আমার স্বপ্নজালে নাড়া দিল বলেই এই
অনুপোযোগী লেখাটি তাঁকে উৎসর্গিত
করলাম।