আর বিলম্ব নয়,
ভয়কে করলে জয়,
সজাগ দুনিয়া মাঝে-
কাটবে বিপর্য্যয়।


গড়তে হবে শরীর,
বিপদে থাকো স্থির,
বাড়াও ইমিউনিটি-
হয়ো না যেন অধীর।


করোনাকে কেন ডরো?
হলে কিঞ্চিৎ জ্বরও,
ধীর মাথায় নিজেকে -
কোয়ারিন্টিনে ভরো।


সোয়ার্ব টেস্ট ক'রো
পজিটিভে শুয়ে প'ড়ো
হাসপাতালের বেডে-
চিকিৎসা পথ ধ'রো।


কদিন তো টানাটানি,
'খারাপে' কপাল মানি,
নেগেটিভ হলে এসে-
আর কিছু হয়রানি।


এদের নিয়েই থাকা,
চেষ্টা করেও ঢাকা-
যাবে না যখন আর;
ঘোরাতেই হবে চাকা।