তরীর পালে ছোট্ট হালে
লাগলো যখন দোলা,
চললো তরী তড়িঘড়ি
সেই তো প্রথম চলা।


জোয়ার ভাটায় নাগর দোলায়
চললো পানসি  ভেলা,
পাচ্ছি বা কই মোহনা ওই
সাঙ্গ করতে বেলা?


সুরের বাঁশি কাঁদন হাসি
এই তো ভালবাসা,
চিন্তা বেহাল কাটে না কাল
কাটতে চায় না নিশা।


এমনি করে মায়ার ঘোরে
মিললো অবস্থান,
অসীম জীবন খুঁজে চরণ
সফল করলো গান।