হঠাৎ মেঘের  বর্ষা  বেগের
জীবন   ফেলে   দুর্বিপাকে,
মোড়ক  বাঁধা  বিপদ বাধা
অঝোর ধারে ঝরতে থাকে।


বজ্রমানিক চমকে খানিক
কড়াৎ  কড়াৎ  শব্দ  হাঁকে,
সাধ্য কি আর বাইরে যাবার
আঙ্গুল দিয়ে কানটি ঢাকে।


স্বেচ্ছা  স্বাধীন  পূর্ণ  রঙ্গিন
পথও  ক্লান্ত  পথের  বাঁকে,
রাত্রি  ভোরে  নতুন  কোরে
বিহঙ্গদল   উড়তে   থাকে।