ওপাড়ার  বাবুসোনা  লোক নয় মন্দ,
মেয়ের বিয়েতে তার বেধে গেল দ্বন্দ্ব।
রান্না  ভালোই ছিলো  চিড়িং এঁচোড়,
তারপর  এসে গেলো  চাটনি পাঁপড়।


এ কেমন মতলব মেন্যুতে তো পাঁঠা!
লেগে গেল হৈচৈ বললো এক মোটা,
"আসুক তো বাবুসোনা নয় খানা বন্ধ
স্পষ্ট লিখেছে পাঁঠা আমরা কি অন্ধ?"


অবশেষে বাবুসোনা হাতে পায় ধরে
সামলায়  সকলকে হাতজোড় করে।
কিছু ত্রুটি  রয়েছে প্রুফে গণ্ডগোলে,
পাঁঠার আগেই গাছ বাদ গেছে ভুলে।


শেষে হলো মিটমাট এ সন্দেশ পেয়ে,
বাঃ! কী খুশবু পানে মিঠেপাতা কিএ?


**********************
***এঁচোড়কে গাছপাঁঠাও বলা হয়।
***এখানে সন্দেশ হলো খবর।