এখনো এপারেই বহাল তবিয়তে,
গঙ্গায় ভাসছে অসংখ্য লাশ-
কোনটা আধপোড়া,
কোনটার জোটে নি হয়তো বা
শুদ্ধ আগুনের ছোঁয়াও...

মাঝখানে এক চিলতে বারান্দা
অক্সিজেন সিলিন্ডারে ভরা,
পূর্ণ নয় কোনটাই
শূন্য বলেই বোধের বাইরে পৌঁছে ওরা-
হয়েছে আতঙ্কিত করোনার লাশ...

সেদিনও চলছিল বৈতরিণী পার হতে
দক্ষযজ্ঞ ওরফে ভোটযুদ্ধের খেলা,
পাঁচবছরের নিশ্চিন্ত তদারকি ব্যবসায়
সাফল্যের চাবিকাঠি খুঁজতে,
যেন মুষলপর্বে যদুবংশের শেষ ইতিহাস...

এরপরেও ভোট আসবে ভোট যাবেও,
এ যাত্রায় ওপারে থাকলে
দেখতেও পাব আরও অনেককিছুই,
কিন্তু ঠিক এখনকার দেখা দৃশ্যগুলোয়-
গনচিতার এই আগুন দেখেও...

বলো,
মনের কান্না থামাই কি করে...

###########################

*** বিহারে করোনার বহু লাশই পোড়া বা
আধপোড়া  অবস্থায়  গঙ্গায়  ফেলে  দেওয়া
হয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই এ রচনা।