বয়েস বাড়ার সাথে সাথেই,
ভালো লাগার চরিত্রটাও বদলে যায়।
এখন সাগর পারে কখনও কখনও;
ওই পুরোনো স্মৃতির জটলা হতে,
বালির ওপর বসে মনের নকশা আঁকি।


পরের দিন ভোরের আলো ফোটে,
চিন্তাগুলো বদলেও যায়!
কিন্তু খুঁজতে গিয়ে নকশা আর মেলে না,
সাগর কখন যেন জোয়ারে সবই মুছে দেয়...
বদলে রেখে দেয় ঝিনুকের গায়ে আঁকা কারুশিল্প।


জটলাগুলো থেকে থেকেই ভীষণ ভাবেই দেখি-
উপচে পড়তে চায়, ফুটন্ত চায়ের মতো।
ফিরতি পথে ট্রেনের কামরায় বসে ভাবি,
সাগরের সাধ্য আর কতটুকুই বা ;
জীবনের অনাকাঙ্ক্ষিত সব জটিলতা মুছবার!