সেই যখন ভেবেছিলাম
ভালবাসা অমর অক্ষয় ;
সংশয় ছিলোই না মনে।


কিন্তু আজ তো ভাবলাম
ভালবাসা একক গভীর ;
সংশয় জাগলো মনেতে।


বিশ্বাস তো মূল চাবিকাঠি।
সংশয় মুছবো ভেবে মনে
ঘসলাম কালের ইরেজার!


কাল বদলেছে আজ তাই
ঘসাঘসিই তো সার হলো,
জটিলতা বাড়লো হৃদয়ে।


অলীককে দূরে রাখলাম,
ছবি তুলি মন ক্যামেরায়
বঞ্চনা ক্লান্ত হবার আগে।


ছবিতে সবটা তো এলোনা,
প্রয়োজন মতোই তুললাম
হিসেব করে, ডিলিটে হাত!


আজ ঐ ক্যামেরায় আমি,
এক ধ্রুব সত্যকে পেলাম
ভালবাসাই অক্ষয় অমর।