আকাশ কালো বর্ষা নেই
ভ্যাপসা গরম বেশ,
একনাগাড়ে চললে এমন
বিপর্যয়ের শেষ।


ভাব গম্ভীর অবস্থাতেই
বিরাট কালোছায়া,
দুর্ঘটনায় রেলের চাকা
দেখলে লাগে মায়া।


শুধু কি তাই এভারেস্টে
অনিপুণের মিছিল,
ভাবতে গেলেই শক্ত বুক
চুপসে হচ্ছে কাহিল।


এমনি এক নৈরাজ্যতে
বাতাসও নিশ্চুপ,
মনের ভারি আকাশে মিলে
ছন্নছাড়া রূপ।


অসম্ভব এই দাবদাহ আর
বলো তো কদিন চলবে?
কবে আবার মেঘের ডাকে
তৃষিত মনটা গলবে?