সুনামের মোহে লড়ছো বটে
সুনাম কিন্তু মাটির কলসির মতো,
সময়ের হিসেব কষতে গেলেই__
গিরগিটি ভোল পাল্টায়...

পালের হাওয়ায় সুনাম থাকতে
কিছু কাজ গুছিয়ে নাও;
শুধু নিজের নয়, সবার কথা ভেবে__
নইলে একসময় তুমিও হবে গবুচন্দ্র...

ওদের বেশি গুরুত্ব দিও না
তা বলে সরল ভেবে ভুলও করো না;
কার রঙ কোথায় ঠেকে, নিজেরাই জানেনা__
তাই কাজগুলো এগিয়ে চলাই সমীচীন...

চলার পথে সব ত্রুটি ওরা মনে রাখে,
মনে রাখে না পাশে থাকার দিন!
সামান্য ভুলেও ওরা চড়বে মাথায়__
তুমি হবে ওদেরই এগোনোর মই...